পটুয়💞াখালীর লোহালিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র মো. জিহাদের (৯) লাশ উদ্ধার করেছ🀅ে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর চ🙈রগরবদী ফেরিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জিহাদ দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে♍র মিন্টু মীরার ছেলে। সে ♍চরবয়রা মাধ্যমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার সকালে চরগর🔴বদী ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে লাসটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌছে নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আগে, শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জিহাদসহ তার ৫ বন্ধু পাংশিঘাটা খেয়াঘাট সংলগ্ন লোহালিয়া ꦛনদীতে গোসলে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যায় জিহাদ। পরে দুইদিন ওই নদীতে জিহাদকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু তাকে পাওয়া যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়েꩲ পরিবারের পক্ষে থেকে কেউ অভিযোগ করেনি।