সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামের এক এনজিও কর্মকর্তা খুন হয়েছেন꧅।
বুধবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের🧔 দক্ষিণ সুরমা উপজেলার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেল লাইনের পাশ দিয়ে যাওয়া রেলওয়ে স্টেশনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ার হোসেন ভোলা জেলার শ্যামপুর থানার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ‘সীমান্তিক’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) অ্যাডম♊িন (অর্থ) পদে কর্মরত ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার জানান, আনোয়ার হোসেন রাত সোয়া ৮টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ꦯধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে চাকরি করেন। দাপ্তরিক কাজে ত🅷িনি সিলেটে এসেছিলেন।