ভ্রমণ করতে অনেকেই ভালোবাসে। কেউ একা একা ঘুরে বেড়ায় কেউ বা দল বেঁধে। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ট্রাভেলারদের শখ। তবে বেড়ানো যাদের শখ তাদের কিছু বিষয় খেয়াল রাখতে হয়। বিশেষ করে যারা নতুন ট্রাভেলার আছেন, তারা সাধারণত কিছু ꦕভুল করে থাকে। যেমন-
- তাদের ভ্রমণ সম্পর্কে আগে থেকে কোনো অভিজ্ঞতা না থাকায় তাদের বেশির ভাগই সব কিছু দেখার জন্য তাড়াহুড়া করে। এতে ভালোভাবে দেখার বিষয়টা হয়ে উঠে না।
- যে কোনো নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে নতুন ট্রাভেলাররা বিভ্রান্ত হয় বেশি। কোথায় যাবে, কীভাবে যাবে, সেসব ব্যাপারে আগে থেকে তথ্য না জেনে গেলে এরকম সমস্যা বেশি হয়। আর নতুন ট্রাভেলাররা এই ভুলটাই বেশি করে। আগে থেকে না জেনে বেরিয়ে পড়লেই এরকম বিভ্রান্তির মধ্যে পড়তে হয়।
- বেশির ভাগ ট্রাভেলার পোশাক নির্বাচনে ভুল করে। দেখা গেল এমন পোশাক নিয়ে যায় যেটা সে জায়গার জন্য উপযুক্ত নয়, যার ফলে অস্বস্তিতে পড়তে হয়।
- ঘুরে বেড়ানোর ক্ষেত্রে লাগেজ গোছানো গুরুত্বপূর্ণ। কারণ বেড়াতে গেলে ব্যাগ হালকা হলে ভালো। এতে পরিবহন সহজ হয়। নয়তো ভারী ব্যাগ নিয়ে মুশকিলে পড়তে হয়। আর নতুন যারা আছে তারা এই ভুলটাই করে থাকে বেশি। ট্রাভেলের জন্য অপ্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে ব্যাগ ভারী করে বেড়াতে যায় নতুনরা।
- নতুনদের বড় একটি ভুল হলো প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে যাওয়া। নতুনরা তাদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় এই ভুলটা করে। দেখা গেল বেড়াতে যেখানে যাবেন সেখানে এমন কোনো জিনিস প্রয়োজন পড়লো যেটা আপনি নেওয়ার প্রয়োজনই বোধ করলেন না। আবার জিনিসপত্র নিয়ে গেলেন ঠিকই কিন্তু ভ্রমণের জায়গায় সেগুলো ফেলে এলেন।
- বাজেটের বেশি খরচ করে ফেলা নতুন ট্রাভেলারদের আরেকটা ভুল। কারণ আপনি হয়তো শুনে গেলেন দশ হাজারেই আপনি ঘুরে আসতে পারেন কিন্তু আপনার সেই বাজেট পার হয়ে গেলো। তার কারণ হলো ভ্রমণের জায়গায় হোটেল থেকে শুরু করে যাতায়াতের খরচের সময় দরদাম করে নিতে হয়ে। আপনি যদি দরদাম করে নিতে না পারেন তখনই আপনার খরচ বেড়ে যাবে।