• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বেড়াতে গিয়ে যে দৃশ্যে চোখ বুজে আসে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৩:২৯ পিএম
বেড়াতে গিয়ে যে দৃশ্যে চোখ বুজে আসে
নেত্রকোনার চোখ জুড়ানো দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য চোখ বুজে আসার মতো।𒅌 যে দিকে দুচোখ যায় শুধুই সবুজ আর সবুজ। তবে এই সবুজের মধ্যেই ছড়িয়ে আছে খাল, বিল, নদী, নালা, পাহাড়, ঝরনা, সমুদ্র। এসব প্রাকৃতিক সৌন্দর্যে যে কারো চোখ জুড়িয়ে যাবেꦡ।

ব্যস্ত জীবনে খানিকটা অবসর পেলেই তাই মানুষ ছুটে যায় প্রকৃতির কাছে।💛 উপভোগ করে অপার সৌন্দর্য। প্রকৃতির এই সৌন্দর্য মানুষের ক্লান্তি, শ্রান্তি, অবসন্নতাকে ধুয়ে মুছে দিয়ে যায়। এমনই কিছু প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন এলাকার ছবি তুলে ধরা হলো-

সিলেটের লালাখালের নীল পানি। সমুদ্র না হলেও যে নীল সাগরের অনুভূতি। ছবি: পরিব্রাজক
পাশেই মেঘালয়ের পাহাড়। নিচে ডিবির হাওড়ে লাল শাপলার বিল। মুগ্ধ করবেই। ছবি: পরিব্রাজক
নেত্রকোনার কমলাকান্দার অপার সৌন্দর্য। শুধু দু’চোখে ভরে দেখার। ছবি: পরিব্রাজক
সিলেটের জাফলংয়ে সাদা পাথর। নিশ্চল পাথর জাগিয়ে দিয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। ছবি: পরিব্রাজক
সিলেটের জাফলংয়ের চোখ জুড়ানো দৃশ্য। নৌকায় ভেসে যাওয়া যেন স্বপ্নের মতো। ছবি: পরিব্রাজক
সুনামগঞ্জের নীলাদ্রী। ‘বাংলার রূপ আমি দেখিয়াছি’। ছবি: পরিব্রাজক
চর কুকরি মুকরির দৃশ্য। হারিয়ে যাওয়ার নেই মানা। ছবি: পরিব্রাজক।
লামা, বান্দরবান। মনে হয় যেন আকাশের ছাদ। ছবি: পরিব্রাজক
বান্দরবানের আলী কদম। ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’। ছবি: পরিব্রাজক
Link copied!