বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষไস্থান ফিরে পেয়েছেন। বুধবার (১১ আগস্ট) আইসিসি এ তথ্য প্রকাশ করেছে। তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত খেলার পুরস্কারস্বরূপ এ সম্মান পেলেন সাকিব। অস্ট্রেলিয়া সিরিজে সিরিজ সেরা খেলোয়ꦛাড় নির্বাচিত হয়েছেন তিনি। জুলাই মাসে জিম্বাবুয়েতেও অবশ্য দারুণ খেলেছিলেন সাকিব।&🙈nbsp;
🎐টি-টোয়েন্টিতে কাটার মাস্টার মোস্তাফিজ উঠে এসেছেন সেরা দশে।
টি-টোয়েন্টিতে সেরা পাঁচ অলরাউন্ডার
১) সাকিব আল হাসান (২৮৬ পয়েন্ট)
২) মোহাম্মদ নবী (২৮৫ পয়েন্ট)
৩) রিচার্ড বেরিংটন (১৯৪ পয়েন্ট)
৪) খাওয়ার আলী (১৫৯ পয়েন্ট)
৫) কলিন্স ওবায়া (১৫৩ পয়েন্ট)