টোকিও অলিম্পিকের স🐬েমি ফাইনালে মেক্সিকোকে পেনাল্টিতে হারিয়ে ফাইনালে উঠেছে শক্তিশালী ব্রাজি🌞ল। পেনাল্টি শুট আউটে সেলাসাওরা জিতেছে ৪-১ গোলে।
নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হওয়ার পꦉর খেলা গড়ায় অতিরিক্ত সম🃏য়ে। অতিরিক্ত সময়ের খেলাও অমিমাংসিত হওয়ার পেনাল্টি শুট আউটে খেলার ফলাফল নির্ধারিত হয়।