এবারের আইপিএলে শুধুমা𒉰ত্র প্রথম তিন ম্যাচে দলের একাদশে ছিলেন সাকিব আল হাসান। সে তিন ম্যাচে আহামরি পারফরম্যান্স না করতে পারায় জায়গা হারানোর পর আর জায়গা পাননি দলে। এ নিয়ে দুই দেশের সাকিব ভক্তদের মধ্যে চলছে তীব্র আক্ষেপ। তাই পরের ম্যাচে দলের একাদশে ফিরতে পারেন এই টাইগার অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটা হেরে যাওয়ায় প্লে অফে যাওয়াটা🧸 অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের। আর এদিকে অধিনায়ক ইয়ন মরগানের ব্যাটেও নেই রান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রিজার্ভ বেঞ্চে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেচন ভক্তরা।
এদিকে বিরতির পর পাঁচটি ম্যাচ খেলে ফেললেও একটিতেও সুযোগ হয়নি সাকিবের। তাই দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে কাজে লাগাতে চান কলকাতা। এজন্য সাকিবকে পরর্বর্তী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম একাদশে রাখ🌸ার আভাষ দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
এক সুত্রে জানা গেছে এবার🃏 সাকিবকে টপ অর্ডারে খেলানোর জন্য চিন্তা করছে টিম ম্যানেজম্যান্ট।
এ বিষয়ে কোচ ম্যাককালাম বলেন, 'সাকিবও সুযোগ পাবে তাড়াতাড়ি। আমাদের হাতে অনেক অপশন আছে । টিম সেফার্ট এবারের সিপিএলে ভালো পারফরম্যান্স করেছে। আমরা আমাদের মিডল অর্ডারের শক্তি বাড়ানোর লক্ষ্যে তাকে দলে নিয়েছিলাম।'
পাজ্ঞা🀅ব ম্যাচে সেফার্ট ও সাউদি দুই বিদেশির পারফরম্যান্স ছিল খুব খারাপ। তার উপরে মরগানের রান খরা তো আছেই।
কলকাতার কোচ ম্যাককালাম বলেন, 'যখন আমরা দল নির্বাচন নিয়ে কথা বলি তখন সাকিব সবসময়ই আমাদের ভাবনাতে থাকে। কারণ ওর বাঁহাতি বোলিং ও ব্যাটিং দক্ষতা বিশ্বমানের।'