ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির🐎 শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে ৯-০ গোলের লজ্জার হার দিয়েই শুরু করে বাংলাদেশ। আজ জাপানের বিপক্ষেও ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ হকি দল।
বাংলাদেশের বিপক্ষে এই জয়ে প্রথম জয় পেয়✅েছে জাপানিরা। খেলার প্রথম ২০ মিনিট জাপানকে কোনো গোল করতে দেয় নি বাংলাদেশ। ২১ মিনিটেই কেনতা তানাকার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
৩০ মিনিটের মধ্যে আরও এ🦋ক গোল হজম করে বাংলাদেশ। ২৪ মিনিটে গোল করেন রাইকি ফুজিশিমা আর ২৮ মিনিটে ꩵপেলান্টি পেলেও কাজে লাগাতে পারেনি জাপানিজরা।
৩৬ মিনিটে গোল করেন কা🅺তো রাইওসে। আর ৪২ মিনিটের গোলটিও এসেছে কাতোর কাছ থেকেই।
বাংলাদꦛেশে জালে শেষ গোল করেন সেরেন তানাকা। ৫৭ মিনিটে তার গোলেই ৫-০ গোলের লিড পায় জাপান।
পাকিস্তানের বিপক্ষে শেষ𝕴 ম্যাচ খেলবে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) মাওলানা ভাষানী হকি স্টেডিমায়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।