• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ দলের কোচ হচ্ছেন মাসচেরানো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৫:৩৯ পিএম
আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ দলের কোচ হচ্ছেন মাসচেরানো

বিশ্বকাপে বা✃চা মরার ম্যাচে রক্তাক্ত মাসচেরানোর লড়াইয়ের চিত্রটা এখনও চোখে ভাসে ফুটবলপ্রেমীদের। মাঠের এ লড়াকু ফুটবলারকে এবার দেখা যাবে নতুন দায়িত্ব๊ে। এবার আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ দলের কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন হাভিয়ের মাসচেরানো। 

বর্তমানে আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ দলে কোচের দায়িত্ব পালন করছেন ফার্নান্দো বাতিস্তা। ভেনেজুয়েলা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিবেন বাতিস্তা। ফলে সে জায়গায় দেখা যাবে মাসচেরানোর, এমন কথা 🐻জানিয়েছেন হার্নান কাস্টিলো ও রয়🤪 নেমার। 

ইংলিশ ক্লাব ওয়🐎েস্ট হ্যাম ও লিভারপুলেও খেলেছেন তিনি। এরপর যোগ দেন বার্সেলোনায়। কাতালানদের হয়ে আট মৌসুম খেলেছেন তিনি। বার্সার হয়ে পাঁচটি লা লিগা ও দুইটি চ্যাম্প𓆉িয়ন্স লিগ জিতেছেন তিনি। বার্সা থেকে অবসর নেওয়ার পর চীনের ক্লাব হেবেই ফরচুনে খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।  

দীর্ঘ ১৫ বছরে জাতীয় দলের হয়ে ১৪৭ ম্যাচ খেলেছেন মাসচেরাꦰনো। ;

Link copied!