• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএলে ব্যাটে-বলে সেরা যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২২, ১০:৪৩ এএম
আইপিএলে ব্যাটে-বলে সেরা যারা

আসলাম, দেখলাম, জয় করলাম—এটাই হয়েছে গুজরাট টাইটান্সের ক্ষেত্রে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নবাগত দল গুজরাট🍌 ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকꦑেটে হারিয়ে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছে।

রোববার (২৯ মে) পর্দা নামল আইপিএলের পঞ্চদশতম আসরের। গত ꧂২৬ মার্চ থেকে শুরু হয়ে ২৯ ম𒁏ে পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলেছে এই আসর।

টুর্নামেন্টে কারা হলেন সেরাদের সেরা, এক নজরে দেখে ন🅷েওয়া যাক—

সর্বোচ্চ রান সংগ্রাহক

গুজরাট শিরোপা জিতলেও এবারের আসরের সেরা রান সংগ্রাহক রানার্সআ🐼প রাজস্থান রয়্যালনের জশ বাটলার। এক আসরে ৪ শতক পাওয়া এই ব্যাটার ছুঁয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলির রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেই তিনি গড়েন এক আসরে সর্বোচ্চ ৪ শতকের রেকর্ড। এছাড়া, তার ব্যাট থেকে আসে ৪টি অর্ধশতকও। তিনি মোট ১৭ ম্যাচ খেলে ৮৬৩ রান তুলেছেন। গড় ৫৭.৫৩, স্ট্রাইক রেট ১৪৯.০৫।

সর্বোচ্চ উইকেট

আসরে দ্বিতဣীয় স্থানে থাকা রাজস্থানের আরেক ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল পেয়ে🅺ছেন এই আসরের সর্বোচ্চ উইকেট। তিনিও ১৭ ম্যাচ খেলে ২৭ উইকেট শিকার করেছেন। তার ইকোনমি ৭.৭৫, গড় ১৯.৫১।

সবচেয়ে বেশি শতক

জশ বাটলার (৪টি)।

সবচেয়ে বেশি অর্ধশতক

ডেভিড ওয়ার্নার (৫টি)।

দ্রুততম শতক

রজত পতিদার (৪৯ বল)।

দ্রুততম অর্ধশতক

প্যাট কামিন্স (১৪ বল)।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

কুইন্টন ডি কক (৭০ বলে অপরাজিত ১৪০* রান)।

সবচেয়ে বেশি ছয়

জশ বাটলার (৪৫)।

সবচেয়ে বেশি চার

জস বাটলার (৮৩)।

সর্বোচ্চ স্ট্রাইক রেট

প্যাট কামিন্স (২৬২.৫০)।

সেরা গড়

ডেভিড মিলার (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)।

Link copied!