• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রিকেট বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিক পদক বড় : মাশরাফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৬:৩২ পিএম
ক্রিকেট বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিক পদক বড় : মাশরাফি
বঙ্গবন্ধু কাপ কাবাডি উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাশরাফি। ছবি : সংগৃহীত

চতুর্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডি 🥀আগামী ২৬ মে শুরু হচ্ছে। টুর্নামেন্ট উপলক্ষ্যে সোমবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে কাবাডি ফেডারেশন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফিꦅ বিন মতুর্জা।

কাবাডির অনুষ্ঠানে এর আগেও এসেছিꦚলেন সাবেক এই কৃতি ফাস্ট বোলার। দেশের সকল খেলার গুরুত্ব প্রদান ও মর্যাদার কথা বলেছেন মাশরাফি, ‘আমি সব সময় সব খেলার পক্ষে। আপনারাই (মিডিয়া) ক্রিকেটকে বেশি গুরুত্ব দেন। অন্য খেলাকেও গুরুত্ব দেয়া দরকার।’

মাশরাফির বিশ্লেষ𒀰ণটা হলো, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ জিতে কিন্তু সারা বিশ্ব জানে না। আমরা য🐓দি অলিম্পিকে একটা পদক জিততে পারি সারা বিশ্ব চিনবে। সেটা হবে বড় অর্জন। ক্রিকেট বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিক পদক জেতা অনেক বড়।’

অলিম্পিকে বাংলাদেশের অবস্থানটা মাশরাফির জানা। তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপ বড় স্পোর্টস নয়, বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস অলিম্পিক। সেখানে আমরা এ💜খন হিটেই বাদ পড়ে যাচ্ছি। হিট থেকে ফাইনালে উঠতে হবে এরপর পদকের লড়াই।’

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ফেডারেশনের সামর্থ্য বাড়ানো বিষয়ে মাশরাফি বলেন, ‘সংসদীয় কমিটিতে কোনো বিষয় ♔আসলে আমি অবশ্যই আলোচনা করব। বিনিয়োগ আসতে লাগে ফোকাস। সেই ফোকাস আপনারা (মিডিয়া)। ক্রিকেটের বোর্ডের অর্থ আছে, অন্য ফেডারেশনের সেভাবে নেই। সুবিধা থাকলে খেলোয়াড় বেরিয়ে আসবে।’

অনেক ফেডারেশনে শীর্ষ পদে অনেক সংগঠক রয়েছেন যুগের পর যুগ। খেলার তেমন উন্নতি নেই। ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলায় এগিয়ে আসার আগ্রহ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘আমি একা তো আর সব দায়িত্ব নিতে পারব না। নেতৃত্বের সংকট আছে বলে মনে করি না। সব☂ ফেডারেশনের ব্যাপারে আমি জানিও না, যাইওনি। যেকোনো খেলায় ডাকলে আমি যাই।’

Link copied!