ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দৌড়ে এখন চার দল। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২ জুন অনুষ্ঠেয় ফাইনাল শেষে এক দলের হাতে উঠবে♎ কাঙ্খিত শিরোপা।
সেমিফাইনালে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দল ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। আরেক সেমিতে ১৯৯৬-৯৭ ꦇআসরের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড মোকাবিলা করবে প্রথম শিরোপার খোঁজে থাকা পিএসজিকে।
রিয়াল শেষ চারে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লি🙈গের গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে। এর আগে দুই লেগ মিলিয়ে ছিল ৪-৪ ব্যবধানে সমতা। দুই লেগ মিলিয়ে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট প্রাপ্তি নিশ্চিত করেছে বায়ার্ন।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সেমিফাইনালে ডর্টমুন্ড উঠেছে দুই লেগ মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে পেছনে ಞফেলে। পিএসজি দুই লেগ মিলিয়ে বা🍬র্সেলোনার বিপক্ষে ৬-৪ গোলের অগ্রগামিতায় স্থান পেয়েছে শেষ চারে।
সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী𝕴 ১ ও ২ মে। 💖দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আগামী ৮ ও ৯ মে। সবগুলো ম্যাচ শুরু হবে রাত একটায়।