• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


উয়েফা নেশন্স লিগ

যে কারণে ড্র ম্যাচে রোমানিয়ার কাছে হারল কসোভো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:৪৬ এএম
যে কারণে ড্র ম্যাচে রোমানিয়ার কাছে হারল কসোভো
রেফারি চেষ্টা করেও কসোভোর খেলোয়াড়দের মাঠে রাখতে পারেননি। ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগ ফুটবলের বুধবার রাতের এক ম্যাচে শক্তিশালী রোমানিয়ার বিপক্ষে শেষ 🍨পর্যন্ত লড়াই করে যাচ্ছিল কসোভো। জিততে না পারলেও ড্র করার সুযোগ ছিল তাদের। কিন্তু রোমানিয়ার সমর্থকদ♓ের বৈষম্যমূলক আচরণের কারণে ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (যোগ করা সময়ে) মাঠ ছেড়ে চলে যান কসোভোর খেলোয়াড়রা।

ফলাফল তখন ছিল গোলশূন্য ড্র। কিন্তু সেꦚটা থাকলেও রোমানিয়াকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে উয়েফা। 

এদিকে কসোভো ফুটবলারদে𓆉র অভিযোগ অস্বীকার করছে রোমানিয়া। কিন্তু শাস্তি পেতে হয়েছে তাদের। সমর্থকদের সার্বিয়াপন্থী স্লোগানের কারণে রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআরএফ) ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপের ফু🍒টবল নিয়ন্ত্রক সংস্থাটি।

এ ছাড়া সমর্থকদের এমন🌠 আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শাস্তি পেয়েছে কসোভোও। ম্যাচ শেষ না করে মাঠ ছাড়ার কারণে তাদেরকে পরাꦫজিত ঘোষণার পাশাপাশি উয়েফা দেশটির ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করেছে। 

Link copied!