চলমান প্যারিস অলিম্পিকে নারীদের একক টেনিস ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা পোল্যান্ডের ইগা সুয়াতেক। শু𓃲ক্রবার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জয়লাভ করে সোনার পদক লাভের আশায় প্যারিসে আসা সুয়াতেককে ব্রোঞ্জপদক পেয়েই সন্তষ্ট থাকতে হলো।&nbsജp;
এরআগে, বৃহস্পতিবার চীনের ঝেং কিনওয়েনের কাছে সেমিফাইনালে পরাজিত হন সুয়াতেক। এই পরাজয়ের ফলে স্বর্ণপদꦦকের ম্যাচ থেকে বাদ পড়েন সুয়াতেক। ফলে তৃতীয় স্থান ম্যাচেই খেলতে হয়েছে তাকে।
যাইহোক, তিনি শুক্রবার অ🍒্যাকশনে ফিরে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা স্মিডলোভাকে মাত্র🌼 ৬১ মিনিটের লড়াইয়ে সরাসরি ৬-২ ও ৬-১ সেটে পরাজিত করেন। ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী সুয়াতেকের অলিম্পিক অভিযান শেষ হলো।
এদিকে, চেক জুটি কাতেরিনা সিনিয়াকোভা ও টমাস মাচাক জুটি মিশ্র দ্বৈত সোনা জিতেছেন। তারা চীনের ওয়াং জিনিউ ও ঝাং ঝিজেন জুটিকে ৬-২, ৫০৭ ও ১০-৮ সেটে হারিয়ে দেন🦂।
কানাডিয়ান ফেলিক্স অগার-আলিয়াসি๊মে ও গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি জুটি নেদারল্যান্ডসের ডেমি শুয়ার্স ও ওয়েসলি কুলহফ জুটিকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন।