রোববার ছিল বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার মুমিনুল হক সৌরভের জন্মদিন। জন্মদিনের ঠিক একদিন পরই টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। ১৯৯১ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন তিনি। ৩৩ বছর বয়সী🍌 বাঁহাতি ব্যাটার মুমিনুলের ২০১৩ সালের মার♛্চে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়।
একটা সময় সেঞ্চুরিকে নিজের অভ্যাস বানিয়ে ফেলেছিলেন মুমিনুল। তবে সেই ধারায় ছেদ এসেছে আগেই। অনেকটা দিন ধরেই সেঞ্চুরি নেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের ব্যাটে। সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। আর ১৫ মাস পর এবারে পেলেন আরেক সেঞ্চু𒉰রি। ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তার এই সেঞ্চুরিটি এলা।
রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ শট খেলে টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক। দেশের বাইরে এটি তার মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে নিজের ১১তম সেঞ্চুরি পেয়েছ🏅িলেন শ্রীলঙ্ไকার বিপক্ষে ২০২১ সালে ক্যান্ডি টেস্টে। সে হিসেবে দেশের বাইরে প্রায় ৩ বছরের সেঞ্চুরি খরা কাটিয়েছেন তিনি। ক্যারিয়ারে তার হাফ সেঞ্চুরি রয়েছে ১৯টি।
মুমিনু🅠ল খেলেছেন প্রপার টেস্ট মেজাজে। মুমিনুল ৯৩ ও ৯৬ রানে দুইবার জীবন পেয়েছেন। একবার ক্যাচ নিতে পারেননি রিশাভ পান্ত, আরেকবার স্লিপে হাতের মুঠো থেকে ক্যাচ ফেলে দেন রোহিত শর্মা। বাকি ব্যাটসম্যানরা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।