🐭ইতিহাস গড়লো আয়ারল্যান্ড ক্রিকেট দল। তারা তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হারালো 🦩বিশ্বের অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক জয়টি ছিল টি-টোয়েন্টি ম্যাচে।
আবু ধাবির জাইদ ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে প্রোটিয়াদ🦩ের ১০ রানে হারিয়েছে আইরিশরা। এই স্টেডিয়ামে ৮ ম্যাচ পর প্রথমবার আগে ব্যাট করা দল জয় পেলো। দুর্দান্ত জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ কর🌠লো আয়ারল্যান্ড।
আইরিশদের জয়ের নায়ক ছিলেন অ্যাডাইর ভ্রাতৃদয়। প্রথমে ৫৮ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রস অ্যাডাইর। এটি টꦏি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত প্রথম সেঞ্চুররি আর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সবমিলিয়ে কোনো আইরিশ ব্যাটারের তৃতীয় সেঞ্চুরি।
রস অ্যাডাইরের সেঞ্চুরি আর অধিনায়ক পল স্টারলিংয়ের ৫২ রানের ই🅺নিংসে ৬ উইক♛েটে ১৯৫ রান করে আয়ারল্যান্ড। এরপর বল হাতে মার্ক অ্যাডাইরের ৩১ রানে ৪ উইকেটের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে ১৮৫ রানে বেঁধে ফেলে আইরিশরা।
আয়ারল্যান্ডের ওপেনিং জুটিতে ১৩৭ রান তোলে রস ও স্টারলিং। টি-টোয়েন্টিতে আইরিশদের ইতিহাসে ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এটি। তখন মন൲ে হয়েছিল আয়ারল্যান্ডের সংগ্রহ ২০০ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ দিকে ৪৩ রান তুলতেই ৬ উইকেটের পতন হলে ১৯৫ রানে আটকে যায় আইরিশরা।
১৯৬ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারেই ৫০ রান তোলেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ও রিজা হেনড্রিকসের। ২২ বলে ৩৬ রান করে আউট হন রিকেলটন। এরপর ম্যাথু ব্রিটজকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭💙১ রানের জুটি করেন হেনড্রিকস। ৩২ বলে ৫১ রান করে সাজঘরে ফেরত যান হেনড্রিকস। এরপর হুমমুড় করে ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।
শেষদিকে ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৫৩ রান, হাতে ৭ উইকেট। কিন্তু মার্ক অ্যাডাইর ত্রিস্টান স্টাবসকে আউট করার পর আর দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষমেশ হারতেই বরণ করে নিতে হয় প্রোটিয়ꦰাদের।