যখন ভারতের কানপুরে বাংলাদেশ ও ভারত♔ের চলিতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট চলছꦇে, তখন আরও একটি বাংলাদেশ-ভারত ম্যাচের অপেক্ষায় রয়েছে ক্রীড়ামোদীরা। তবে সেটা ফুটবলের লড়াই।
বাংলাদেশ-ভারত লড়াই মানে প্রতিদ্বন্দ্বিতা। সেটা ফুটবল, ক্রিকেট কিংবা সিনিয়র-জুনিয়র যে কোনো খেলাই হোক। বাংলা✱দেশ-ভারত কানপুরে টেস্ট লড়ছে অন্য দিকে আজ সোমবার সন্ধ্যা ছয়টায় ভুটানের চাংলিমিথাংয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের শিরোপার জন্য ভারতের বিপক্ষে লড়বে।
ভূটানে এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত একই গ্রুপে ছিল। টুর্নামেন্টের উদ্𒀰বোধনী ম্যা🐓চে বাংলাদেশ ০-১ গোলে ভারতের বিপক্ষে হেরেছিল। সেই ভারতকে আবার ফাইনালে পেয়েছেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু।
ভারত স্বাভাবিকভাবে ফেভারিট হলেও বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়ই, ‘শুধু ফাইনাল খেলেই কোনো দল খুশি হয় না। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও তাই যদিও জানি এটা কঠিন কাজ হবে। ভারত কীভাবে খেলে সেটা আমরা জানি। অবশ্যই ভারত ফেꦰভারিট। কৌশলগত কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা অভিজ্ঞ। আমাদের তাই সেরা ফুটবল খেলতে হবে।’
বাংলাদেশ গ্রুপ পর্বে তেমন আশাব্যাঞ্জক ফুটবল খেলতে পারেনি। সেমিফাইনালে অবশ্য দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। পাকিস্তানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে সমতা আনে বাংলাদেশ। এরপর টাইব্রেকারে জিতে ফাইনালে উঠে। তাই বাংলাদেশের ফাইনাল খেলার অনুপ্রেরণা সেই সেমিফাইনাল, ‘পাকিস্তান ম্যাচে যেভাবে খেলেছে, ম্যাচে ফিরে এসেছে, তা আমাদের𒁏 আত্মবিশ্বাস দিচ্ছে।’
দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়স ভিত্তিক শ💮িরোপার লড়াইটা মূলত বাংলাদেশ-ꦓভারতের মধ্যেই। ভারত সাফের বয়স ভিত্তিক এই আসরে সর্বশেষ চ্যাম্পিয়ন। তবে এবার বাংলাদেশে ট্রফি নিয়ে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক ইশফাক আহমেদ। তিনি ফাইনালে বাড়তি চাপ না নিয়ে খেলতে চান, ‘ফাইনালে সবসময়ই অতিরিক্ত চাপের। আমরা স্বাভাবিক খেলা খেলেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে চাই।’