টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ঠিকই নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য লাভ করেছে। টানা দুই জয়ে স♒ফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে লঙ্কানরা নিশ্চিত করেছে তিন ম্যাচে♌র সিরিজ।
রোববার রাতে পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জয়লাভ করে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য কিছুটা কমিয়ে এন⛦ে ৪৭ ওভারে আনা হয়। তাতে😼 কিউইরা প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে।
নিউজিল্যান্ডের ইনিংসে চাপম্যান ৭৬ এ🧜বং মিচেল হেই ৪৯ রান করেন।
শ্রীলঙ্কার থি💎কসানা ও জেফরি ৩টি করে উইকেট লꦰাভ করেন।
শ্রীলঙ♍্কার ইনিংসে কুশল মেন্ডিস ১০২ রানে ৬টি চারে অপরাজিত ৭৪ রান করে ম্যাচসেরা হন। এছাড়া, নিশাঙ൲্কা ২৮ ও থিকসানা অপরাজিত ২৭ রান করেন।
কিউই বোলার ব্রেসওয়েল ৪টি উইকেট লাভ করেন।
🍃এরআগে, নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ৪৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা।
সবার আগে, দু’দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র🌃 হয়। শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে। আর দ্বিতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান ৫ রানে জয়লাভ করে।