সর্বকালের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি তার অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন। এবার নতুন ফরম্যাট টি-টেন ক্রিকেটেও তিনি অসাধারণ অলরাউন্ডিং পারফর্ম করে প্রমাণ করলেন কেন🌄 তিনি বিশ্বসে𝓰রা অররাউন্ডার।
আবুধাবি টি-টেন লিগে এবার দেখালেন তার চমৎকার অলরাউন্ডিং নৈপূণ্য। প্রথমে ব্যাট হাতে মাত্র ১২ বলে ১৯ রান করেন। তারপর বল হামে এক ওভার বল করে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব মাত্র ১ রান দিয়ে দখল করলেন ২টি উইকেট। যদিও দলের অন্যান্য খেলোয়াড়দের ব্যাটিং-বোলিং ব্যর্থতায়൲ তার দল ৭ উইকেটে হেরেছে নিউইয়র্ক স্ট্রাইকাꦦর্স দলের কাছে।
শনিবার রাতে আ🐓বুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলা টাইগার্স প্রথমে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ৬৬ রান করেন।ꦐ সাকিব ছাড়াও দাসুন শানাকা ২২ রান করেন ১৯ বলে। নিউইয়র্কের আকিল হোসেন, টপলে ও মোহাম্মাদ আমির ২টি করে উইকেট লাভ করেন।
নিউইয়র্কের ইনিংসে ফেরেইরা অপরাজিত ২১ ও ড্রেভিস ১৯ রান কಞরেন।
সাকিবের ২ উইকেট ছাড়ꩲাও বাংলা টাইগার্সের হয়ে ইমরান খান ১টিꦉ উইকেট লাভ করেন।