বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ইচ্ছে ছিল দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলবেন। কিন্তু তার সে স🍌্বপ্ন পূরণ হয়নি শুধুমাত্র আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন বলে। তার নামে হয়েছে মামলাও।
ছাত্রদের আন্দোলনের সময় সাকিব বিদেশের মাটিতে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও বিশেষ উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়। পরবর্তীতে আফগান🌞িস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেন নি সাকিব। তিনি আদৌ আর বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলতে পারবেন কিনা, তার কোনো উত্তর নেই।
তবে সাকিব বসে থাকছেন না। আবুধাবি🎉র টি-টেন ক্রিকেট লিগে খেলবেন বাংলা টাইগার্স দলের হয়ে। যেখানে আরও রয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান।
২১ নভেম্বর শুরু হয়ে টু🌟র্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আর এই টুর্নামেন্টের জন্য নিয়মিত জিম কর𓂃ছেন এবং ব্যাটিং- বোলিং অনুশীলন করছেন সাকিব।
ভারতের মাটিতে টেস্ট𒆙 সিরিজ খেলার পর এই প্রথম বারের꧋ মতো মাঠে নামবেন তিনি।