• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাহরুখ খানের কলকাতা সবার আগে প্লে-অফে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৪, ১২:২৭ পিএম
শাহরুখ খানের কলকাতা সবার আগে প্লে-অফে
রোহিত শর্মাকে (বাঁয়ে) আউট করে বরুন চক্রবর্তীর উল্লাস। ছবি: সংগৃহীত

চলতি আইপিএলের শেষ চারে ওঠা প্রায় নিশ্চিত ছিল কলকাতা নাইট রাꦜইডার্সের। আনুষ্ঠানিকতাটা ছিল বাকি। সেটাও শনিবার রাতে সেরে ফেললো শাহরুখ খানের দল। মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে।  

ইডেন গার্ডেন্সে বৃষ্টিཧর𒁃 কারণে ম্যাচটি ১৬ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাটে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১৩৯ রানে থেমে যায় মুম্বাই।

জয়ের ফলে ১২ ম্য🎀াচে কলকাতার সংগ্রহ ১৮ পয়েন্ট। ৫ ও ৬ নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্ট ১২ ম্যাচে ১২ করে। বাকি দুই ম্যাচ যদি এই দুই দল জিতেও যায়, তবুও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১৬ করে। তাই কলকাতা সেরা চারে থাকছেই। &𒆙nbsp;

প্রথমে ব্যাটে নেমে ব্যর্থ হন কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনিল নারিন। স🃏ল্ট ৬ রান করলেও নারিন গোল্ডেন 𝕴ডাক মারেন। স্রেয়াশ আয়ার আউট হন ৭ রানে। ৪০ রানে ৩ উইকেট হারানো কলকাতাকে টেনে তোলেন ভেক্টটেশ আয়ার এবং নিতিশ রানা।

ভেঙ্কটেশ ২১ বলে ৪২ রান এবং নিতিশ রানা ২৩ বলে ৩৩ রান করেন। আন্দ্র🦂ে রাসেল ১৪ বলে ২৪ রানে আউট হন। রিঙ্কু সিং করেন ১২ বলে ২০ রান। রামদিপ সিং ৮ বলে অপ⛄রাজিত ১৭ রান করেন।

জবাবে মুম্বাইয়ের ইশান কিশান ও রোহিত শর্মা ৬৫ রানের জুটি গড়ে জয়ের ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু ২৪ বলে ১৯ রান করে রোহিত আউট হতেই খেই হারায় মুম্বাই। ২২ বলে ৪০ꦜ রান করেন ইশান কিশান। সুর্যকুমার ১৪ বলে ১১ রান, তিলক ভার্মা ১৭ বরে ৩২ রান করেন।

কলকাতার হ🍃ারশিত রান, বরুন চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট পান। 

Link copied!