বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা ও সাত বারের চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচ চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সোমবার দ্বিতীয় বাছাই জোকোভিচ সরাসরি ৬-৩, ৬-৪ ও ৬-২ সেটে পরাজিত করেন হোলগার রুনিꦕকে। টেলর ফিজের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ। এলেনা রাইবাকিনা শেষ আটে উঠেছেন তার প্রতিপক্ষ আন্না কালিস্কায়া ৩-৬ ও ০-৩ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় রিটায়ার্ড করায়। জোকোভিচ শেষ আটে খেলবেন নবম বাছাই আলেক্স ডি মিনারের সঙ্গে। রাইবাক💎িনা খেলবেন সিতোলিনার বিপক্ষে।