• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছাদখোলা বাসে সাবিনারা, ভাসছেন শুভেচ্ছায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:৫১ পিএম
ছাদখোলা বাসে সাবিনারা, ভাসছেন শুভেচ্ছায়
ছাদখোলা বাসে সাবিনারা। ছবি : সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বিশেষ ছাদ খোলা বাসে রওনা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে যাচ্ছে নারী সা🅷ফজয়ী দল। আসার পথে জনতা🎀র শুভেচ্ছায় পাচ্ছেন সাবিনারা।

ছাদ খোলা বাসে যাওয়ার সময় দেখা যায়, কোচ পিটার বাটলার আছেন খানিকটা পেছনে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়াচ্ছেন বাংলাদেশের পতাকা। উৎসবের মধ্যমণি হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিটি রাখা হয়🐼েছে সবারꦬ সামনে। আর বাসের সামনে-পেছনে, ডানে-বামে সবদিক থেকে সাধারণ জনগণ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ২টায় দেশের মাটিতে পা রাখে বাংলাদেশ নারী সাফজয়ী দল। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটল🦩ার ও অধিনায়ক সাবিনা খাতুন।

অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে &nღbsp;দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। সেখানেই চলবে বাকি আনুষ্ঠানি༒কতা।

বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী 💫দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, নেপালে অনু꧑ষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাগতিক ♚নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০২২ সালে সাফজয়ী ফু﷽টবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোব💜াসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল। এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Link copied!