শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বিশেষ ছাদ খোলা বাসে রওনা দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে যাচ্ছে নারী সাফজয়ী দল। আসার পথে জনতার শুভেচ্ছায়♍ পাচ্ছেন সাবিনারা।
ছাদ খোলা বাসে যাওয়ার সময় দেখা যায়, কোচ পিটার বাটলার আছেন খানিকটা পেছনে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়াচ্ছেন বাংলাদেশের পতাকা। উৎসবের মধ্যমণি হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ট্র🦩ফিটি রাখা হয়েছে সবার সামনে। আর বাসের সামনে-পেছনে, ডানে-বামে সবদিক থেকে সাধারণ জনগণ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ২টায় দেশের মাটিতে পা রাখে বা🔴ংলাদেশ নারী সাফজয়ী দল। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন ক🐭োচ বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।
অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে দলটি এবার যাচ্ছে ব🤪াফুফে ভবনের দিকে। 🔴যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। সেখানেই চলবে বাকি আনুষ্ঠানিকতা।
বাফুফে ভবনে যু🐻ব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে 🐽টানা দ্বিতীয়বারꦺ শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।
২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল। এবারও ছাদখোলা বাসে করে মেয়ে෴দের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।