• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গাভাস্কারের কাছে ক্ষমা চাইলেন সরফরাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৫:০৩ পিএম
গাভাস্কারের কাছে ক্ষমা চাইলেন সরফরাজ
সুনীল গাভাস্কার ও সরফরাজ খান। ছবি: সংগৃহীত

ক্ষমা চাই༒লেন ভারতের টেস্ট স্কোয়াডের নতুন সদস্য সরফরাজ খান। একটা ভুলের জন্য সুনীল গ🉐াভাস্কারের কাছে ক্ষমা চাইলেন তিনি। সেই সঙ্গে প্রতিজ্ঞা করলেন, ভবিষ্যতে এই ধরনের ভুল করবেন না তিনি।

অভিষেক সিরিজেই নজর কেড়েছেন সরফরাজ। কিন্তু পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে তার আউট হওয়ার ধরনে খুশি হননি গাভাস্কার। তখন অর্ধশতরান করে ব্যাট করছিলেন তিনি। চা বিরতির পরে প্রথম বলেই লেট কাট মারতে গিয়ে জো রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন সরফরাজ। হতাশ হয়ে ফেরেন তিনি।
সেই সময় ধারাভাষ্য দিচ্ছিল꧟েন গাভাস্কার। তিনি সরফরাজের আউট হওয়ার ধরনে বিরক্তি প্রকাশ করেন।

গাভাস্কার বলেন, ‘এটা পেছনের পায়ে খেলার বলই ছিল না। ও পেছনের পায়ে খেলতে গিয়ে আউট হল। চা বিরতির পরে প্রথম বল খেলছে।✅ একটু সময় তো দাও। বল ভাল করে দেখো। ডন ব্র্যাডম্যান আমাকে বলেছিলেন, উনি ২০০ রানের মাথায় খেললেও মনে করতেন শূন্য রানে খেলছেন। প্রতিটা বল একই মানসিকতা নিয়ে খেলতেন। 𓄧সেটা এদের শিখতে হবে।’

নিজের ভুল বুঝতে পেরেছেন সরফরাজ। তিনি গাভাস্কারের পরিচিত এক ব্যক্তিকে বলেন, ‘স্যার, দয়া করে গাভাস্কা🍬র স্যারকে বলবেন যে আমি ভুল♔ করেছি। এই ভুল আর কোনও দিন হবে না।’

ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে তৃতীয় টেস্টে অভিষেক হয় সরফরাজের। প্রথম ইনিংসে ৬৮ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন তিনি। রাঁচীতে চতুর্থ টেস্ট ভাল যায়নি সরফরাজের। প্রথম ইনিংসে ১৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন। ধর্মশালায় পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ৫৬ রান করেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে আর নামতে হয়নি ভারতকে। পাঁচ ইনিংসে মোট ২০০ রান করেছেন তিনি। তার মধ্যে তিনটি অর্ধশতরান রয়েছে।
 

Link copied!