ক্রিশ🍌্চিয়ানো ꦅরোনালদোর জোড়া গোলে বড় জয় পেয়েছে পর্তুগাল। শুক্রবার রাতে উয়েফা নেশন্স লিগ ফুটবলের এ১ গ্রুপের এক খেলায় পর্তুগাল ৫-১ গোলে হারিয়েছে সফরকারী পোল্যান্ডকে।
এই জয়ের ফলে 𝓀🌸১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইলো পর্তুগাল। সেই সঙ্গে তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেল। পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাবজয়ী রোনালদো ছাড়াও রাফায়েল লিও, ফার্নান্ডেজ ও ব্রনো করেন একটি করে গোল।
ম্যাচের ছয়টি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথম গোলটি হয় ৫৯ মিনিটে। গোলটি কღরেন রাফায়েল। এরপর পেনাল্টি থেকে গোল করেন রোন𒅌ালদো। পরে তিনি বাইসাইকেল কিকে দারুণ এক গোল করেন।
ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি পোল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা রবার্ট লেওয়ানদভস্কি। ফলে অনেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকটা ꦗদূর্বল দল নিয়েই পর্তুগালকে মোকাবিলায় মাঠে নামে পোলিশরা।