উয়েফা নেশন্স লিগ ফুটবলে এ-২ গ্রুপের এক ম্যাচে চারবারের বিশ্বকাপ চ্যাম্🙈পিয়ন স্বাগতিক ইতালিকে ৩-১ গোলে পরাজিত করেছে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স।
সান সিরো স্𝓰টেডিয়ামে অಌনুষ্ঠিত রোববার রাতের এ ম্যাচে জয়লাভের ফলে গ্রুপের শীর্ষ স্থান লাভ করেছে সফরকারী দল ফ্রান্স।
যদিও ফ্রান্স ও ইতালির পয়েন্ট সমান ১৩ করে। কিন্তু গোল ব্যবধানে শ্রেয়তর অবস্থায় ফ্রান্স। দুই দলই কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্🗹চিত করে।
ফ্রান্সের হয়ে ⛦আন্দিও রাবিও ২টি গোল করেন। দলের অপর গোলটি হয় আত্মঘাতী থেকে। আর ইতালির হয়ে একমাত্র গোলটি করেন কাম্বিয়াসো।
মজার বিষয় হলো, প্রথম দেখায় ফ্রান্সের💟 মাঠে ইতালি জিতেছিল একই ব্যবধানে অর্থাৎ ৩-১ গোলে। এবার ইতালির মাঠে সেই হারের প্রতিশোধ নিয়েছে ফ্রান🃏্স।
১৯৮৩ সালে সুইডেনের কাছে ০-৩ গোলে হারের পর এই🌌 প্রথম নিজ🅰েদের মাটিতে বড় ব্যবধানে হরলো ইতালি।
গ্রুไপের অপর ম্যাচে ইসরায়েল ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে চমক সৃষ্টি করে। এই 🐷দুই দলের পয়েন্ট আবার সমান ৪ করে।