মাত্র কয়েকদিন আগে রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলে সাত উইকেট নিয়ে চমক দেখিয়েছেন ভারতের অন্যতম সেরা পেসার মুহম্মদ শামি। তার পর থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে আলোচনা। অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন কি না, সেই নিয়ে আলোচনা চলছꦍে। প্রথম টেস্টের আগেই শামিকে নিয়ে মুখ খুলেছেন ভারতের নতুন অধিনায়ক যশপ্রীত বুমরাহ।
রোহিত শর্মা দলের সঙ্গে সফরে ন🌱া আসায় প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরাহ। তিনি বলেছেন, ‘মুহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্যꦯ অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।’
রঞ্জি ট্রফিতে খেলার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলেও সুযোগ পেয়েছেন শামি। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তার কাছে। প্রথম দুဣ’-একটি ম্যাচে ভাল খেলতে পারলে দ্রুতই অস্ট্রেলিয়ার বিমানে উঠে পড়🦋তে পারেন শামি।
এ দিকে, প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতি নিয়💙েও মুখ খুলেছেন বুমরাহ। তিনি বলেছেন, ‘এ দেশে অনেক তাড়াতাড়ি এসেছি। তাই প্রস্তুতিও ভাল হয়েছে। ওয়াকায় বেশ কিছুটা সময় কাটিয়েছি। অনেক তরুণ ক্রিকেটার প্রথমবার এ দেশে এসেছে। 🙈আমরা এখানে প্রথমবার আসার সময় ওদের থেকে কম সময় পেয়েছিলাম। তার পরও সিরিজ জিতেছি।’
বুমরাহ আরও বলেন, ‘নিজেদের প্রতি বিশ্বাস রয়েছে আম🐭াদের। যখনই খেলতে নামি, যাই পরিস্থিতি হোক না কেন, জেতার চেষ্টা করি। তাই প্রস্তুতিটাও ভাল হয়েছে। আপাতত মানসিকভাবে নিজেদের প্রস্তুত কꩵরার পালা।’