• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অলিম্পিক কোটা মিস বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৫:৪০ পিএম
অলিম্পিক কোটা মিস বাংলাদেশের
ছবি: প্রতীকী

আ✃রচ্যার রোমা♐ন টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও  আসন্ন প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ এখনো তা অর্জন করতে পারেননি। অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া করলেন শুটার রবিউল ইসলাম। 

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়🦩নশীপ। এশিয়ান শুটিংয়ের শ্রেষ্ঠত্বের পাশাপাশি যা জুলাইয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকে কোটা নিশ্চিতের মঞ্চ। বুধব⭕ার ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ৬২৮.০ স্কোর করেছেন। তার এক ধাপ উপরে থাকা ইন্দোনেশিয়ার শুটার ফাতহুর ৬২৮.৩ স্কোর নিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন। 

চূড়ান্ত পর্বে আট জনের মধ্যে ইন্দোনেশিয়ান ফাতহুর ছাড়াও রয়েছেন চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের শুটার। এই দেশের শুটাররা ইতোমধ্যে অলিম্পিক কোটা নিশ্চিত করেছেন। চুড়ান্ত পর্বে চতুর্থ হওয়া ফাতহুর অলিম্পিক কোটা পেয়েছেন এমনটাই জানা গেছে বা🍌ংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন সূত্রে। 

রবিউল প্রাথমিক রাউন্ডে ফাতহুরের চেয়ে মাত্র ০.৩ স্কোর পেছনে ছিলেন। রবিউলের সরাসরি নিজ যোগ্যতায় অলিম্পিকে নাম লেখানোর পথ বন্ধ হলেও অলিম্পিক খেলার সম্ভাবনা এখনো রয়েছে। জানা গেছে, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন শুটার ༒রবিউল ও শায়রা আরেফিনের নাম আইওসির কাছে আবেদন করেছে ওয়াইর্ল্ড কার্ডের জন্য। রবিউলের এই পারফরম্যান্স ওয়াইল্ড কার্ড পাওয়ার ক্ষেত্রেও বড় ভ‚মিকা রাখবে। 

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের সব ইভেন্টই শেষ। দ্রুতই দেশে ফিরবে বাংলাদেশ দল।
 

Link copied!