ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সুনিল আঙ্কোলার মায়ের মৃত্যু হয়েছে। নিজের ঘরে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুনের পুলিশ। মৃত্যুটি কিছুটা রহস্যময় বলে ধার🌸ণা করা হচ্ছে। পুলিশ মনে করছে, সুনিলের মা নিজেই রান্না ঘরে ব্যবহৃত ছুড়ি চালিয়েছে। আর সেটা আত্মহত্যারউ নামান্তর। পুলিশ খবর পেয়ে তার মরদেহ থানায় নিয়ে যায়। মৃত্যুর সময় সুনিলের মায়ের ঘরের দরজা বন্ধ ছিল। বাড়ির কাজের লোক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। তবে পুলিশ বলেছে, তারা মরদেহের ময়নাতদন♓্তের পরই জানাবেন কি কারণে তার মৃত্যু হয়েছে। সুনিল ভারতের হয়ে একটি টেস্ট ও ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। পায়ে টিউমার ধরা পড়ায় মাত্র ২৯ বছর বয়সে তিনি ক্রিকেট থেকে অবসর নেন। এরপর তিনি অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন বলে জানা গেছে।