আত্মহত্যা করেছেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদ🦋স্য, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির নিউজ এডিটর সীমান্ত খোকন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দিকে রাজধানীর চামেলীবাগের এফ আর✨ বাবুশকা হাউস (নিজ বাসা) থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সীমান্🌠ত খোকন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন প😼ল্টন থানার উপপরিদর্শক মো. ইউসুফ।
এর আগে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ঢাকা🎃 সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।
পারিবার﷽িক সূত্রে জানা যায়, শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন সীমান্ত খোকন। এ ছাড়া তার চাকরি চলে 🙈যাওয়ারও কথা শোনা যাচ্ছিল। গত কিছুদিন ধরে এসব বিষয় নিয়ে তিনি পারিবারিকভাবে আফসেট ছিলেন।
পল্টন থানার অফিসার্স ইনচার্জ (ও🐟সি) নাসিরুল আমীন জানান, সকাল থেকে সীমান্ত খোকনের রুমের দরজা বন্ধ ছিল। দুপুর দেড়🔥টার দিকে পরিবারের সদস্যরা চাবি দিয়ে রুমে প্রবেশ করে দেখেন তিনি ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশকে জানালে বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশ♊োরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তার দু🐓ই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে চামেলীবাগে থাকতেন।