বাংলাদেশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকে♏টে শুভসূচনা করেছে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে। যা ছিল টানা চার বিশ্বকাপে সব ম্যাচে হারের পর প্রথম জয়। ২০১৪ সালের বিশ্বকাপে বাংলাদেশ একটি জয় পেয়েছিল। এরপর শুধুই পরাজয় আর পরাজয়।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এবারে😼র আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড দলের বিপক্ষে। যা আজ শনিবার রাত ৮টায় মাঠে গড়াবে।
ইংল্যান্ড দল ২০💜০৯ সালে অনুষ্ঠ𝓡িত প্রথম নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এছাড়া, দলটি আরও তিনবার রানার্সআপ হয়। অর্থাৎ মোট চারবারই ইংল্যান্ড দল নারী বিশ্বকাপের ফাইনালে খেলেছে।
এ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে💖র আটটি আসরের ছয়বারই শিরোপা লাভ করেছে অস্ট্রেলিয়া। বাকি একবার ওয়েস্ট ইন্ডিজের নারীরা চ্যাম্পিয়ন🦹 হয়।
ღবাংলাদেশের গ্রুপে আরও রয়𝔍েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ ও ইংল্যান্ড টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩ বার পরস🀅্পরꩲের মুখোমুখি হয়েছে। তিনবারই সহজ জয় পেয়েছে ইংল্যান্ড।