• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারী টি-টেয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৭:১৫ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার
উইকেট লাভের পর সোফি মলিনেক্সকে অজি সতীর্থ গার্ডনারের শুভেচ্ছা। ছবি : সংগৃহীত

এবারের আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়েছে আটবার। তারমধ্যে ছয়বারই শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া দল। এমন দলটি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এবারের বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো করেনি। জয় পেলেও শ্রীলঙ্কাকে হারাতে কিছুটা লড়াইয়ের মুখে পড়তে হয়েছে অজিদের। যদিও টার্গেট খুব কম হওয়ায় শেষ পর্যন্ত শ্রীলঙ্ক💫া আর লড়াইয়ে টিকে থাকতে পারেনি।

শনিবার শারজাহ’র ⛦এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকে💃টে পরাজিত করেছে অস্ট্রেলিয়া দল।

ম্যাচে শ্রীলঙ্কার ২০ ওভারে ৭ উইকে𒈔ট মাত্র ৯৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৪.২ ওভারে ৪ উইকেটে ৯৪ রান করে।

অস্ꩵট্রেলিয়ার পক্ষে বেথ মুনি অপরাজিত ৪৩, এলিস পেরি ১৭ ও অ্যাশলে গার্ডনার ১২ রান করেন।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলের পক্ষে নিলাকশিকা 🌜সিলভা অপরাজিত ২৯, হারশিথা সামারাবিক্রমা ২৩ ও আনুস্কা সনজিভানি ১৬ র♔ান করেন।

অ﷽স্ট্র🎃েলিয়ার মেগান স্কাট ৩টি, সোফি মলিনেক্স ২টি উইকেট পান।

 

 

Link copied!