পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় সেনা সদস্য ও 🎉ছয়জন সন্ত্রাসী নিহꩵত হয়েছে। দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় শুক্রবার রাত ও শনিবারের মধ্যে হতাহতের এ ঘটনা ঘটে।
শনিবার (৫ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এꦺক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
নিহত সেনাককর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শও🐲কত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।
নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শওকত অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। অভিযানের🌳 একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রচণ্ড বন্🐟দুকযুদ্ধ হয়।
আইএসপিআরের বিবৃত🦂িতে বলা হয়েছে, “নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হুমকির মূলোৎপাটন করতে বদ্ধপরিকর। আমাদের নিহত সেনাদের আত্মত্যাগ আমাদের শক্তিকে আরও ✅শাণিত করবে।”
এদিকে এ প্রতিবেদনে দ্য ডন জജানিয়েছে, নিহত সন্ত্রাসীরা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। সংগঠনটিকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। নিহত ছয় সন্ত্রাসীর মধ্যে টিটিপির শাখাপ্রধান আতাউল্লাহও রয়েছেন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আতাউল্লাহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর সোয়াতে বিদেশꦛি অতিথিদের নিরাপত্তাদানকারী পুলিশের একটি গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা চালানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন।