🐻আইরিশ বক্সার অ্যামি ব্রডহার্স্ট মনে করেন, তার প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা শেষ।
বিশ্ব, ইউরোপীয় এবং কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন ব্রডহাস্ট বলেন, আইরিশ অ্যাথলেটিক বক্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ বক্সিং বাছাইপর্বের টুর্নামেন্টের দ্বিতীয় ধাপের জন্য তাকে ডাকা হবে না। যা মে মাসের শেষ দিকে থাইল্যান্ডꦉের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।
২৭ বছর ব𓆉য়সী ব্রডহার্স্টের মতে, তার দেশের বক্সিং হাই পারফরম্যান্স ইউনিট তাকে এবং আরেক বিশ্ব চ্যাম্পিয়ন লিসা ও’রোর্ককে থাইল্যান্ডে পাঠানোর পরিবর্তে আসনꦍ্ন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পাঠাতে চায়।
তিনি বিবিসি স্পোর্ট এনআই’কে বলেন, ‘অলিম্পিক দল বাছাই নিয়ে যা ঘটছে, তা আমার জন্য বিব্রতকর এ💞বং যা ঘটছে তাতে আমি হতাশ।’
ব্রডহার্স্টের ধারণা ছিল যে, প্রথম সারির তিনজন বক্সা🏅রকে থাইল্যান্ডে বাছাইপর্বের জন্য নির্বাচিত করা হবে। কিন্তু বাস্তবতা হলো, সেটা আর হচ্ছে না।
উল্লেখ্য, ব্রডহার্স্ট ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং🐈 কমনওয়েলথ গেমসে লাইটওয়েট ইভেন্টের শিরোপা লাভ করেন। তার জীবনের শেষ ইচ্ছা ছিল, অলিম্পিকের পদক 🍨পাওয়া।