• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমার ভবিষ্যত আল্লাহর হাতে: সানিয়া মির্জা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৪, ০৯:০৩ পিএম
আমার ভবিষ্যত আল্লাহর হাতে: সানিয়া মির্জা
ছেলে ইজহানের সঙ্গে সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত

গত জানুয়ারিতে সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ পায়, যখন শোয়েব মালিক পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ♈ের সঙ্গে তার বিয়ের কথা জানান দেন।

ভারতের টেনিস তারকা সানিয়া, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের পর তার এই প্রথম তার নিজের অবস্থার কথা শেয়ার করেছেন। কীভাবে উদ্বেগ সামলাত🎃ে হয় সে বিষয়ে পরামর্শ দিয়ে সানিয়া একটি স্টোরি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে।

𒆙সানিয়া মির্জা ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়া🐬য় তার আবেগ প্রকাশ করতে কখনও পিছপা হন নি, এখনো হন না।

সর্বশেষ পোস্টে, তিনি ভবিষ্যত নিয়েಌ ভক্তদ💦ের উদ্বেগের বিষয়ে বলেছেন, ‘এটা আল্লাহর হাতে।’

সানিয়া ও তার সাবেক স্বামী শোয়েব মালিকের মধ্যে বাজে সম্পর্ক নিয়ে এক বছর ধরে জল্পনা-কল্পনা চলে। পরে পাকꦗিস্তানি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় সানা জাভꦆেদের সঙ্গে তার বিয়ের খবর জানিয়ে দেন।

সানিয়া তার পেশাদার টেনিস ক্যারিয়ার থেকে অবসর নেℱন ফেব্রুয়ারিতে। তিনি মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগে রয়্🐎যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন পরামর্শদাতা। তার মেন্টরশিপের অধীনে, আরসিবি নারী দল প্রথম শিরোপা জিতেছে।

ডাবলসে বিশ্বের সাবেক এক নম্বর তারকা সানিয়া বর🔯্তমানে তার ছেলে ইজহানের সঙ্গে রয়েছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!