একটা অন্যরকম সেঞ্চুরির দ্বার✨প্রান্তে রয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আর সেটা আজ সোমবার শারজাহ স্টেডিয়ামে🏅 আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নামলেই ঘটে যাবে।
বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। এ পর্ꦯযন্ত খেলেছেন ৯৯൩টি ম্যাচ।
২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকে🥀ট নেন মিরাজ। অভিষেকের পর থেকে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্🔯রতিষ্ঠিত করেন।
৯৯ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ই🎃কোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার।
মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হচ্ছেন- মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ), মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮ౠ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ পাইলট (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), হাবিবুল বাশার সুমন (১১১ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।