ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক খেলায় সাউদাম্পটনের মাঠে ৩-২ গোলে জয়লাভ করেছে পয়েন্ট তাল🌼িকায় শীর্ষে থাকা লিভারপুল।
বিজয়ী দ🅠লের পক্ষে একাই দুটি গোল করেন অলরেডদের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। সেই সঙ্গে লিভারপুলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে এওয়ে ম্যাচে ১০০ গোল করার রেকর্ড গড়লেন সালাহ।
এর আগে এই রেকর্ড গড়েন ইয়ান রাশ൩ ও রজার হান্ট। ম্যাচে অবশ্য প্রথম দিকে নিয়ন্ত্রণ ছিল সাউদাম্পটনের।&n💙bsp;
এক পর্যায়ে লিভারপুল ১-২ গোলে পিছিয়েও ছিল। সেই অবস্থা থেকে পরপর দুটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন মিসরের সালাহ। লিভারপুলের পক্ষে অপর গোলটি করে🍎ন সোবোসলাই।
আর সাউদাম্পটনের হয়ে গোল করেন আর্মস্ট্রং ♔ও ফে🧸র্নান্ডেজ।
এই জয়ে নিকটবর্তী প্রত๊িপক্ষের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে থাকল শীর্ষ স্থানে থাকা লিভারপুল। দ্বিত꧑ীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।