রানবন্যার চলত🧜ি আইপিএলে টানা তিন জয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শনিবার রাতে তারা গুজরাট টাইটানসকে হারিয়েছে ৪ উইকে🌸টে।
১১ ম্যাচে চতুর্থ জয় নিয়ে সাত নম্বরে বেঙ্গালুরু। অন্যদিকে সমা𝔍ন ম্যাচে ৭ নম্বর হ༒ারে নয় নম্বরে গুজরাট। দুই দলেরই পয়েন্ট এখন ৮। সমান পয়েন্ট পাঞ্জাব কিংসেরও।
বেঙ্গাল🧸ুরুর বোলাররাই জয়ের ভিত গড়ে দি𓄧য়েছিলেন। কোহলিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪৮ রানের। ওপেনিংয়ে কোহলির ২৭ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪২ আর ডু প্লেসির তাণ্ডবে জয়ের পথ অনেকটাই সুগম হয়ে যায় বেঙ্গালুরুর।
ডু প্লেসি ২৩ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় করেন ৬৪ রান।෴ তবে জশ লিটল আর নুর আহমেদের দারু🤡ণ বোলিংয়ে লড়াইয়ে ফিরেছিল গুজরাট।
বিনা উইকেটে ৯ꦛ২ রান করার পর সেখান থেকে ১১৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বেঙ্গালুরু। তবে দিনেশ কার্তিক (১২ বলে ২১) আর স্বপ্নীল সিং (অপরাজিত ১৫) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
জ🍒শ লিটল ৪৫ রান খরচ করলেও একাই নেন ৪টি উইকেট। নুꦇর আহমেদের শিকার ২৩ রানে দুটি।
এর আগে চিন𒅌্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক বোলারদের তোপের মুখে ১৪৭ র🐠ানেই অলআউট হয় গুজরাট। শুরু থেকেই উইকেট হারায় গুজরাট। ঋদ্ধিমান সাহা ১, শুভমান গিল আউট হন ২ রান করে। সাই সুদর্শন করেন ৬ রান। সর্বোচ্চ ৩৭ রান করেন শাহরুখ খান।
ডেভিড মিলারের ব্যাট থেকে ২০ বলে ৩০ এবং রাহুল তেওয়াতিয়ার ব্যাট ♌থেকে আসে ৩৫ রান। ১৮ রান করেন রশিদ খান এবং ১০ রান করেন বিজয় শঙ্কর।
বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, জᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚস দয়াল এবং🍷 বিজয়কুমার বশাক।