নিউজিল্যা💎ন্ডের কাছে ঘরের মাঠে পর পর দু’টি টেস্ট হেরে নিজেদের চাপে ফেললেন রোহিত শর্মারা। বিশ্ব টেস🥀্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমে গেল।
২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচ হারল ভারত। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিতরা জয় পেয়েছেন ৮টি ম্যাচে, হেরেছে ৪টি। ড্র হয়েছে একটি ম্যাচ। ভারতের ঝুলিতে এসেছে ৯৮ পয়েন্ট। পয়েন্টের𓆏 ৬২.৮২ শতাংশ পেয়েছেন রোহিতেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ছিল ৭৪.২৪।
ভারত শীর্ষে থাকলেও 🔥দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য অনেকটাই কমে গেল। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলে জিতেছে আটটি। হেরেছে তিনটি ম্যাচ এবং একটি ড্র করেছে। তাদের সংগ্রহ ৯০ পয়েন্ট। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। নয়টি টেস্ট খেল༺ে পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা। তারা পেয়েছে ৬০ পয়েন্ট। তাদের সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট।
ভারতকে পর পর দুটি টেস্টে হারিয়ে ভাল জায়গায় চলে এসেছে প্রথম টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ১০টি টেস্ট খেলে টম লাথামদের জয় পাঁচটিতে। কিউইরা পেয়েছে ৬০। তাদের পয়েন্ট শতাংশ🥀 ৫০।
পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাতটি টেস্ট খেলে তারা জিতেছে তিনটি ম্যাচ। হেরেছে তিনটি টেস্ট। তাদের একটি🔯 টেস্ট ড্র হয়েছে। প্রোটিয়ারা পেয়েছে ৪০ পয়েন্ট꧟। তাদের পয়েন্ট শতাংশ ৪৭.৬২।
পাকিস্তানের কাছে পর পর দুটি টেস্টে হেরে ষষ্ঠ স্থানে নেমে গিয়ꩲেছে ইংল্যান্ড। বেন স্টোকসরা ১৯টি টেস্ট খেলে নয়টি জিতেছেন, নয়টি হেরেছেন এবং একটি ড্র করেছেন। স্টোকসদের সংগ্রহ ৯৩ পয়েন্ট। পয়েন্ট🧸 শতাংশ ৪০.৭৯।
ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য সপ্তম স্থানে তুলে এ🎀নেছে পাকিস্তানকে। শান মাসুদের দল ১০টি টেস্ট খেলে চারটি ম্যাচ জিতেছে। তারা হেরেছেন ছয়টি ম্যাচ। পাকিস্তানের সংগ্রহ ৪০ পয়েন্ট। তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।
ত൩ালিকায় অষ্টম স্থানে বাংলাদেশ। তারা নয়টি টেস্ট খেলে জিতেছে তিনটি। তারা হেরেছেন ছয়টি ম্যাচ। বাংলাদেশের ঝুলিতে🌌 রয়েছে ৩৩ পয়েন্ট। শান্তদের পয়েন্ট শতাংশ ৩০.৫৬।
নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা খেলেছে নয়টি টেস্ট। তারা জয় পে𒁏য়েছে একটিতে, হেরেছে ৬টিতে। দুটি ম্যাচ ড্র করেছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০ পয়েন্ট। তাদের পয়েন্ট শতাংশ ১৮.৫২।
পয়েন্ট শতাংশের ভিত্তিতে শীর্ষে থাকা দꦏুটি দল টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পায়।