• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২৪ বছর বয়সী হালান্ডের ২৫তম হ্যাটট্রিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৯:১৬ এএম
২৪ বছর বয়সী হালান্ডের ২৫তম হ্যাটট্রিক
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগ ফুটবলে এ-৩ গ্রুপের এক ম্যাচে নরওয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে কাজাဣখস্ত🌞ানকে পরাজিত করে ‍‍‘ই‍‍’ লিগে উঠেছে। 

রোববার রাতের এ ম্যাচে বিজয়ী দলের প্রথম তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড। এটা ২৪ বছর বয়সী গোলমেশিন বলে পরিচিত ♔হালান্ডের ২৫তম হ্যাট💧ট্রিক। 

এটা ছিল জাতীয় দলের হয়ে তার চতুর্থ হ্যাটট্রিক। বাকি ২১টি হ্যাটট্রিক⛦ তিনি করেন ক্লাব দলের 🔥হয়ে। এর মধ্যে ১১টি হ্যাটট্রিক করেছেন তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে।  

হালান্ড এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ৩৮টি গোল করেছেন। অবশ্য তিনি জাতীꦅয় দলের সর্বাধিক গোলের রেকর্ড ভাঙেন গত মাসেই।

Link copied!