• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিজের সব সম্পত্তি নেইমারকে দিলেন এক ভক্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৯:৫০ পিএম
নিজের সব সম্পত্তি নেইমারকে দিলেন এক ভক্ত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভক্ত🃏 পুরো বিশ্বেই রয়েছে। তবে সেই ভক্তের ভালোলাগার মাত্রাটা এতটাই বেশি যে, নিজের সব সম্পত্তি পিএসজি ফরোয়ার্ডকে উইল করে দিলেন এক ভক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ𝄹 ভক্ত স্থানীয় সংবাদ মাধ্যম মেত্রোপোলেসকে দেওয়া এক সাক্ষাৎকারে  বলেন, “সম্পত্তি দিয়ে যেতে নেইমার ছাড়া আর কাউকে দেখেন না তিনি।”

তিনি আরও বলেন, “আমি তাকে পছন্দ করি। তাকে আমি খুব ভালোভাবে চিনি। আমিও অনেক অপবাদ সয়েছি, আমিও পরিবার কেন্দ্রীক একজন মানুষ। তার বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আℱমাকে নিজের বꦿাবার সঙ্গে অনেক কিছু মনে করিয়ে দেয়, যিনি মারা গেছেন। আমার শরীরের অবস্থা ভালো নয়। এই কারণে, আমি সত্যিই দেখছি যে, আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই… আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক।”

এর আগেও নেইমারকে সম্পত্তি দেওয়ার চেষ্টা করেছিলেন ৩০ 🧸বছর বয়সী ওই ভক্ত। কিন্তু ব্যর্থ হন।🌌 এবার উইলের মাধ্যমে বৈধ উপায়ে সেটা করেছেন তিনি।

একইসঙ্গে নেইমার প্রসঙ্গে ঐ ভক্ত বলেন, “আমি জানি, সবচেয়ে বড় কথা তিনি🦂 লোভী নন, এ𓃲খনকার দিনে যা বেশ বিরল।”

 

Link copied!