আলবেনিয়ান বংশোদ্ভূত জেরদান শাকিরিকে সুইজারল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। এক সময় জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইংলিশ প্রিমিয়ার🅰 লিগের ক্লাব লিভারপুলের মতো ক্লাবে খেলতেন তিনি। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস)। কিন্তু খেলার ধার এতটুকু কমেনি এই সুইস তারকার।
শাকিরির করা একমাত্র গোলেই স্কটল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে ইউরোর শেষ ষোলোতে নিজেদের জায়গা প্♒রায় নিশ্চিত করে ফেলেছে সুইসরা। 🌳এই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ডেরও মালিক হলেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে এটি ছিল জাতীয় দলের হয়ে শাকিরির ৩২তম গোল। প্রথম এমএলএস ফুটবলার হিস��েবে ইউরোতꦜে গোল করার অনন্য নজির স্থাপন করেন তিনি।
এর থেকেও বড় কীর্তি গড়েছেন শাকির🦩ি। এমএলএসে শিকাগো ফায়ারের হয়ে খেলা এই ꦍফুটবলার তিনটি ইউরোতে এবং তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন।
২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোতে গোল করেন শাকিরি। তাছাড়া ২০꧒১৪, ২০১৮ ও ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপেও গোল করেছেন শাকিরি।