গত ম্যাচের পর🐬 নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘এখন ভালো অনুভব করছি, তবে কিছুটা (সমস্যা) রয়ে গেছে।’ সমস্যাটা বড় আকার ধারণ করায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলতে পারেননি শান্ত। এবার জানা গেল, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক।
শারজাহতে সোমবার আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেন সহ অধিনায়ক মেহেদী হাসান মির🅘াজ। ক্যারিয়ারে নিজের শততম ওয়ানডেতে দেশকে প্রথমবার নেতৃত্ব দেন এই অলরাউন্ডার। টেস্ট দলের সহ অধিনায়কও তিনিই। সব ঠিক থাকলে নিজের ৫০তম টেস্টে দেশের হয়ে টেস্ট অধিনায়কত্বেও অভিষেক হবে ২৭ বছর বয়সী এই ক্রিকেটা💝রের।
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা꧂ হন শান্ত। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে মাঠ ছেড়ে যান তিনি। সেই চোটই তাকে মাঠের বাইরে রাখছে আরও অনেকটা সময়।
সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন মুশফিকুর রহিম।๊ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে থাকবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যানও। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটির আগে আফগানদের বিপক্ষে ছোট্ট এই ওয়ানডে সিরিজটিতে তাই বড় খেসারতই দিতে হচ্ছে বাংলাদেশকে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরি জানান, ‘শারজাহ থেকে দেশে ফিরে আপাতত পুনবার্সন চলবে শান্তর। শারজাহতে রোববারই এমআরআই করানো হয় শান্তর। দলের ফিজিওর রিপোর্ট ও স্ক্যান রিপোর্ট আমরা পেয়েছি। সেখানে নিশ্চিত করা হয়েছে তার বাঁ কুঁচকিতে🐟 গ্রেড-২ স্ট্রেইন। কিছু সময়ের বিশ্রাম ও পুনবার্সন প্রয়োজন তার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না।’
তিনি বলেন, ‘দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা ♑পর্যালোচনা করে দেখব। পুনবার্স𒉰ন চালিয়ে নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবে সে।’
আফগানদের বিপক্ষে সিরিজ নির্ধ🍰ারণী ম্যাচে শান্তকে꧋ না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। সবশেষ ১০ ওয়ানডেতে একটি সেঞ্চুরি, একটি ৯০, দুটি ফিফটির পাশাপাশি আরও তিনটি ইনিংসে ৪০ ছোঁয়া ইনিংস তিনি খেলেছেন। পাশাপাশি তার নেতৃত্ব তো আছেই।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায়। পরের টেস্ট জ্যামাইকায় ৩০ নভেম্বর থ🔯েকে൲। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ ডিসেম্বর।