• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

অথচ মার্টিনেজের সেভের ‘গুরুত্ব’ বোঝেননি মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:১৩ পিএম
অথচ মার্টিনেজের সেভের ‘গুরুত্ব’ বোঝেননি মেসি

কাতার বিশ্বকাপের ফাইনালের একদম শেষ মিনিটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যে সেভ করেছিলেন সেটাকে অনেকে বিশ্বকাপ ইতিহাসের সেরা সেভ বলেও দাবি করেন। অথচ ওই সময় মাঠে থাকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল🐟 মেসি বুঝতেই পারেননি সেভটা কতটা ভালো ছিল।

ঘটনা ফাইনালের একদম শেষে। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৩০ মিনিটও শেষ। একদম লাস্ট মিনিটে আর্জেন্টিনার বক্সে বল পেয়ে গিয়েছিলেন ফ্রান্সের মুয়ানি, সামনে শুধু আর্ꦓজেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ওই শটে গোল করাই সবচেয়ে সহজ কাজ মনে হচ্ছিল তখন।

মুয়ানি শটটাও নিয়েছি🦋লেন দুর্দান্ত, কিন্তু তার থেকে দুর্দান্তভাবে পা দিয়ে সেই বল ঠেকিয়ে দেন মা🔯র্টিনেজ। সাথে সাথেই অনেকের মনে হয়েছিল মার্টিনেজ শুধু গোল নয়  বিশ্বকাপটাই হাতের মুঠো থেকে চলে যাওয়া ঠেকিয়েছেন।

বিশ্বকাপ জয়ের এক মাস পর সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আর্জেন্টিনার পত্রিকা ‘ওলে’কে দ♛েওয়া দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে মার্টিনেজের দেওয়ার সেভের কথা൲ও। মেসি জানান, তখন বুঝতেই পারেননি সেভটা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

মেসি বলেন, “ এত দ্রুত পুরো ব্যাপারটি ঘটে গিয়েছিল যে ওটা নিয়ে ভাবার সুযো🍸গই হয়নি। ওই সেভের পরের মুহূর্তেই আমরা একটা পাল্টা আক্রমণে উঠি। পরে যখন আমি মার্টিনেজের সেভটির ভিডিও ফুটেজ দেখেছি, তখন বরং বেশি আতঙ্কিত হয়েছি। বুঝতে পেরেছি, মাꦐর্তিনেজের সেভ কতটা গুরুত্বপূর্ণ ছিল।”

শুধু ম্যাচে নয়, এরপর টাইব্রেকারেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মার্টিনেজ। মাইন্ড গেম খেলে ꦕফরাসি ফুটবলারদের মনোযোগ নষ্ট করেছেন। একটি নিজে ঠে𒀰কিয়েছেন আরেকটি বাইরে মারতে বাধ্য করেছেন মার্টিনেজ।

Link copied!