• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল ২০২৫

সিলেটকে সহজেই হারিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০২:০২ এএম
সিলেটকে সহজেই হারিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল
তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্স অপরাজিত থেকে বরিশালের জয় নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত

সিলেট স্ট্রাইকার্সের বিপ🍌ক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট তালিকায় দ্✃বিতীয় স্থানে উঠে এসেছে ফরচুন বরিশাল। 

মঙ্গলবার রাতে   বিপিএলের দ্বিতীয় ম্যাচে সিলেট টস হেরে প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে বরিশ🔯াল ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করে।

সꦡিলেটের ইনিংসে আরিফুল হক ৩৬, মানসি ২৮ ও জিসান আলম ২৫ রান করেন। 

বরিশไালের জাহানদাদ খান ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।  রিশাদ হোসেনও ৩ উইকেট লাভ করেন। 

বরিশালের কাইল মায়ার্স অপরাজিত ৫৯🧜 ও তাওহীদ হৃদয় ৪৮ রান করেন।&nbsp🐼;

সিলেটের তানজিম হাসান সাকিব ২ উইকেট পান। 

রংপুর রাইডার্স ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে 𓆏শীর্ষে রয়েছে। বরিশাল ৩ জয়ে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। অবশ্য খুলনা ২ ম্যাচে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Link copied!