মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১০৬ রানে অলআউট হ🍌য় বাংলাদেশ।
সোমবার (২১ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ও⭕ভারের চতুর্থ বলেই ভাঙে ওপেনিং জুটি। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই উইয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে অ্যাডেইন মার্করামকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাদমান ইসলাম।
তিনে নামা মোমিনুল হ༒কও (৪) শিকার হন মুল্ডারের। ডান হাতি এই পেসারের তৃতীয় শিকার হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭)।
দলীয় ৪০ রানের মাথায় সাজঘরে ফেরেন মুশফিকুর রহীম। তাকে আউট করার মধ্যে দিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কাগিসো রাবাদা। রাবাদার দ্বিতীয় শিকার হন লিটন দাস (১)। আর ল🐼াঞ্চের ঠিক আগে মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন ঘটান কেশব মহারাজ।
লাঞ্চের আগেই ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। লাঞ্চের পর ওপেনার মাহমুদুল হাসান জয় ৩০ এবং জাকের আলি ২ রান করে ফিরে যান। ৭৬ রানে অষ্টম উইকেটে🧜র পতন ঘটে।
নাইম হাসান ১০২ রানের মাথায় আউট হন। তিনি করেন ৮ রান। তাইজুল ইসলাম ১🌳৬ রান করেন। হাসান মাহমুদ ৪ রানে🐼 অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার ব⭕োলারদের মধ্যে রাবাদা, মুল্ডার ও কেশব মহারাজ ৩টি করে এবং ড্যান🎐 পিড ১টি উইকেট পান।
উল্লেখ্য, বাংলাদেশ যে দুটি দলের 🍒বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জেতেনি, দক্ষিণ আফ্রিকার তার একটি। অপর দলটি হলো ভারত। বাকি সব দলের বিপক্ষে কমবেশি জয় পেয়েছে ২০০০ সালে টেস্ট স্ট্যাটা൲স পাওয়া বাংলাদেশ।