ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী একতা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলের♒ দুই আরোহী নিহত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দౠিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষপালপাড়ার জাহাঙ্গীর আ🍸♊লমের ছেলে আদমান আলম (১৭) ও একই উপজেলার পাতুলিপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে মো. তাইয়ুম আলম (১৭)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকেলের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে মহাসড়🍸কের আশেকপুর বাইপাস মোড় পার হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গগামী একতা পরিবহনের বাসের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন✨ের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।