• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভূমিকম্পে ঘুম ভাঙল সবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৮:৪৫ এএম
ভূমিকম্পে ঘুম ভাঙল সবার

রাজধানী ঢাকাসহ সিলেট, কুমিল্লা, ব্রাহ🅺্মণবাড়িয়া ও দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

বৃহস্পতিবার𓆏 (১৭ অক্টোবর) রাত পৌনে🎉 ১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে।❀ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা নেটিজেনরা ভূ🦂কম্পন অনুভূত হওয়ার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। অনেকে বলছেন তাদের ঘুমꦑ ভাঙিয়ে গেছে ভূমিকম্প।

কুমিল্লাতে অবস্থান করা☂ আরমান আরিফ নামের এক ব্যক্তি লেখেন, “তীব্র ভূমিকম্প অনুভূত, আল্লাহ রক্ষা করো।”

তৌকির আহমেদ নামের একজন লিখেছে൩ন, “আবারও ভূমিকম্প অনুভব। আগে বুঝতে পারতাম না, ভালোই ছিল। এখন ভবনের সঙ্গে বুকটা কাঁপিয়ে দিয়ে যায়।”

ব্রাহ্মণবাড়িয়া থেকে হানিফ মিয়া নামের একজন লিখেছেন, “একটু আগে ভুমিকম্পই হয়েছিল বলে মনে হচ্ছে। আমার খাঁট নড়াতে ভেবেছিলাম চোর আইছে। সংর🐻ক্ষিত রড নিয়া দাঁড়ালাম। পরে আয়তুল কুরসী পড়তে শুরু করলাম, ভাবলাম জ্বিনে আক্রমণ কর🌌ল নাকি। পরে বুঝলাম ভূমিকম্প।”

এ ছ🎀াড়া সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব ভূমিকম্প অনুভূতের বিষয়টি নিয়ে। অনেকেই ব𒆙লছেন তাদের ঘুম ভেঙে গেছে এই ভূমিকম্পে।

Link copied!