পাকিস্তান ও ভারতের ক্রিকেট ম্যাচ মানেই অন্যরকম আবহ। যদিও শ্রীলঙ্কা ও বাংলাদেশের দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার কারণে ঐ ম্যাচের উত্তেজনা কিছুটা হলেও কমেছে। তারপরও পাকিস্তℱান- ভারত ম্যাচের আকর্ষণ রয়েই গেছে। সংযুক্ত আরব আমিরাতে চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসর। সেখানে আজ বিকেল ৪টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন দ্বিতীয় জয়ের আশায় রয়েছে। আর ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের ক্ষত মুছতে আশায় আছে প্রথম জয় পেতে। ভারত-পাকিস্তানের `এ` গ্রুপের অপর দলটি হলো ছয় বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর `বি` গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।