দিন খারাপই যাচ্ছে অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। রাজনৈতিক কারণে মিথ্যে অভিযোগে হয়েছেন হত্যা মামলার আসামি। আশা ছিল, ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবেন দেশের মাটিতে, দেশের মানুষের সামনে। কিন্তু তার জন্য নিরাপত্তার আবেদন জানিয়েও সাড়া পাননি মাগুরার কৃতি সন্তান সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিংবা ক্রীড়া মন্ত্রণালয়- কেউই বাংলাদেশের এই জীবিত ক্রিকেট লিজেন্ড ও কিংবদন্তির নিরাপত্তায় সহযোগিতা করার জন্য এগিয়ে আসেননি। তাই সাকিব 🥃বাধ্য হয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে যুক্তরাষ্ট্রের পথে পা বাড়ান। সেখানে টি-টেন আসর ন্যাশন্যাল ক্রিকেট লিগে লস অ্যান্জেলস দলের অধিনায়ক নির্বাচিত হন। কিন্তু যুক্তরাষ্ট্র গিয়েও হতাশা তার পিছু ছাড়েনি। লিগের প্রথম ম্যাচে সাকিব ব্যাটে-বলে ব্যর্থতা দেখান। তার দলও হেরে যায় ১৯ রানে নিউইয়র্ক দলের কাছে। নিউইয়র্কের ২ উইকেটে ১২৬ র🌞ানের জবাবে লস অ্যান্জেলস ১০৭ রানে অলআউট হয়ে যায়। সাকিব বল হাতে এক ওভারে ২০ রান দেন। আর ব্যাট হাতে ১৬ বলে ১৩ রান করেন।